দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন ।ঘটনা শুক্রবার দুপুরে আমতলী খয়েরপুর বাইপাস সড়কের নাগিছড়া আশ্রমপাড়া এলাকায় ।দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর আহত একজনকে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার দুপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো তিনজন ।ঘটনা আমতলী খয়েরপুর বাইপাস সড়কের নাগিছড়া আশ্রমপাড়া এলাকায়। দুর্ঘটনায় আহতরা হলেন আকাশ দাস ,কমল পাল এবং বিশাল বিশ্বাস ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ ।পুলিশ আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে গুরুতর আহত আকাশ দাস এবং কমল পাল কে জিবি হাসপাতালে পাঠানো হয় ।অপরদিকে আহত কলেজ ছাত্র বিশাল বিশ্বাসকে হাঁপানিয়াস্হিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিন দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র বিশাল বিশ্বাস জানান ,অপর বাইকটি সড়কের রং সাইডে ছিল ।তার বাইকের গতি থাকায় অপর বাইকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি ।তখনই এই দুর্ঘটনা ঘটে।