বৃহস্পতিবার শুরু হল সিপিএমআই পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন। এদিন সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করে শহিদদের শ্রদ্ধা জানালেন সিপিআইএম নেতৃত্বরা। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএমের পুলিটব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যানরা। এদিন সাংবাদিকদের পবিত্র কর জানান , প্রতি তিন বছর অন্তর অন্তর এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে নতুন কমিটির সদস্য নির্বাচিত হন। আগামীদিনে পার্টির রূপ রেখা নির্ধারন করা হয় এই সম্মেলন থেকে। আজ তথা বৃহস্পতিবার ভানু ঘোষ স্মৃতি ভবনে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা চর্তুথ জেলা সম্মেলন শুরু হল। প্রথম খোয়াই জেলায় সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। আগামী ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি তিনদিন ব্যাপী আগরতলা টাউন হলে ২৪তম সিপিআইএমের রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে। এদিনের সম্মেলনে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।