Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যরপ্তানি সচেতনতা গড়ে তুলতে আগরতলায় সেমিনার

রপ্তানি সচেতনতা গড়ে তুলতে আগরতলায় সেমিনার

রাজ্যের কারুশিল্প সামগ্রী রপ্তানি করার ব্যাপারে কারুশিল্পীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি নিরিয়ত বন্ধু প্রকল্পে ডিজিএফটি , ইপিসিএইচ এবং বিসিডিআই যৌথভাবে আগরতলায় রপ্তানি সচেতনতা গড়ে তুলতে এক সেমিনারের আয়োজন করে । মোট ৫০ জন কারুশিল্পী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন । শিল্প দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ দাস এই কর্মসূচির উদ্বোধন করেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কেল হেড আনন্দ কুমার , অ্যাসিস্টেন্ট ডিএফজিটি দেবাশীষ চক্রবর্তী , ত্রিপুরা সরকারের ফরেন ট্রেড সেল – এর ডেপুটি ডাইরেক্টর স্বপন মিশ্র , কারুশিল্প পরিষেবা কেন্দ্রের অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর রিমা সোনার , বিসিডিআই – এর হেড ড . অভিনব কান্ত এবং ইপিসিএইচ – এর প্রোজেক্ট অফিসার ভাস্কর বরুয়া । আয়োজক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ ডিজিএফটি এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা , কল্যাণমূলক ও বিপণন সংক্রান্ত সুবিধা , নকশা ও প্রযুক্তির ব্যবহার , ব্যাঙ্ক থেকে প্রাপ্য সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য