Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলের পক্ষ থেকে খোয়াই মন্ডলের পরবর্তী মণ্ডল সভাপতি কে হবে? তা...

বিজেপি দলের পক্ষ থেকে খোয়াই মন্ডলের পরবর্তী মণ্ডল সভাপতি কে হবে? তা নিয়ে মহকুমা জুড়ে জল্পনা তুঙ্গে!!

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা ডিসেম্বর….. রাজ্যে বুথ স্তরে বিজেপি’র নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শেষের পথে। অর্থাৎ চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই তা পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়ার কথা। এরই মধ্যে মণ্ডল ও জেলা কমিটি সম্মেলন নিয়ে নতুন ঘোষণা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামী ১লা ডিসেম্বর থেকে মণ্ডল স্তরে সম্মেলন শুরু হবে এবং তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে ৬০টি মণ্ডলেই নতুন কমিটি গঠন করা হবে। একইভাবে ১৬ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ১০টি সাংগঠনিক জেলাতে হবে সম্মেলন এবং তা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। তারপর ২০২৫ ইংরেজি সালের অর্থাৎ আগামী জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে হতে চলেছে প্রদেশ সম্মেলন । সবক’টি ক্ষেত্রেই গঠন করা হবে নতুন কমিটি। ভারতীয় জনতা পার্টির জেলা কমিটি সূত্রে খবর অনুযায়ী, আপাতত মণ্ডল ও জেলা কমিটিতে ব্যাপক রদবদল হতে চলেছে। খোয়াই মণ্ডলেও বর্তমান মন্ডল সভাপতি বদল হতে চলেছে। বদলের মূল কারণ দলীয় নীতি নির্ধারণী পর পর দুই টার্মের পর তৃতীয় বার একই পদে কাউকে মনোনিত করা হবেনা। এছাড়াও বিভিন্ন পদে আসীন নেতারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে নিজেদের জড়িয়েছেন কিংবা নিষ্ক্রিয় তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং আগামী দিন কমিটি গঠনে তাদেরকে বাদ দিয়ে তুলনামূলক স্বচ্ছ এবং সজ্জন কার্যকর্তাদের বিভিন্ন পদে মনোনীত করা হবে বলে দলীয় সূত্রে খবর। খোয়াই জেলার অন্তর্গত অন্যান্য মন্ডলেও বাদ যাবেন একাধিক সদস্য-সদস্যা। জেলা কমিটি গঠনের ক্ষেত্রেও বড় পরিবর্তনের খবর রয়েছে। মূলতঃ দলে থেকে যারা বিভিন্ন সময়ে দল বিরোধী বিভীষনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং দুর্নীতির সঙ্গে নিজেদের নাম জড়িয়ে নিয়েছেন কিংবা নিষ্ক্রিয়, তাদেরকে চিহ্নিত করে আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সর্বোপরি ২০২৮ বিধানসভা নির্বাচন সামনে রেখে
সাংগঠনিক কাজে গতি আনতে কেবল নিষ্কলঙ্ক ও সক্রিয় কার্যকর্তাদেরই কমিটিতে অগ্রাধিকার দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে রাজ্যে বিজেপি’র সদস্যতা অভিযান সূচি অনুযায়ী শেষ হয়ে গেলেও তা কার্যত জারি রাখা হয়েছে। অর্থাৎ এখনও যে-কেউ চাইলেই বিজেপি’র সদস্য হতে পারবেন সেই রাস্তা খোলা রাখা রয়েছে। অন্যদিকে প্রদেশ বিজেপির রাজ্যের টার্গেট অনুযায়ী শুধুমাত্র অনলাইনে খোয়াই জেলার অন্তর্গত সব মন্ডল গুলিতে সদস্য করা সম্ভব হয়নি।এক লক্ষের কাছাকাছিও হয়নি সদস্য সংখ্যা। তবে অফলাইনের সদস্য যোগ করে মোট কোটা সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও জনজাতি ভিত্তিক আশারাম বাড়ি মন্ডলের সদস্যতা অভিযান লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম! খোয়াই জেলার বিভিন্ন মন্ডলের সভাপতি পদে নতুন মুখ হিসেবে কে ? কে আসছেন তাই এখন রাজনৈতিক মহলে চর্চা ও জল্পনার বিষয়বস্তু ! আর খোয়াই মন্ডলের নতুন সভাপতি কে হবে তা নিয়ে খোয়াই বাসীর মধ্যে জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে । দলের নিয়ম অনুযায়ী ৪৫ বছরের নিচে হতে হবে মন্ডল সভাপতি এর বয়স সেই জায়গায় দাড়িয়ে ৪৫ বছরের কম বিশ্বস্ত ও নিরপক্ষ বিচারের ক্ষেত্রে দৃষ্টি রাখতে পারে তেমন কাউকে খুঁজে পাচ্ছো না । যাদের নাম ছিল তারা ঝড়ে উড়ে গেছ মন্ডলে বিভক্ত মতবিরোধের কারণে । এখন দেখার বিষয় খোয়াই মন্ডলের নতুন মুখ হিসেবে কে আসে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য