নিজ বিধানসভা কেন্দ্রে বিদ্যালয় গুলিতে শিক্ষক সমস্যা নিরসনে বিধায়িকার কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সরকারি স্কুল গুলিতে পঠন-পাঠন লাটে উঠেছে।এই অভিযোগ করেন বাধানঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার। তিনি জানান বাধারঘাট বিধানসভা এলাকায় ১৪ টি সরকারি স্কুল রয়েছে। বর্তমানে শিক্ষক সঙ্কটে ভুগছে বিদ্যালয় গুলি। কোন বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। স্কুল গুলিতে লাটে উঠেছে পঠন-পাঠন। বাধারঘাটের চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েরও একই অবস্থা। এই বিদ্যালয় গুলিতে যে সকল শিক্ষক শিক্ষিকা বর্তমানে রয়েছে তারাও সঠিক ভাবে ছাত্র-ছাত্রীদের পাঠ দান করতে পারছে না। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছে। বিধানসভা এলাকার শিক্ষা ব্যবস্থার প্রতি কোন নজর নেই এলাকার বিধায়িকার। দাবি উঠেছে দ্রুত সমস্যা গুলি সুরাহার।