Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে আগামীদিনে কি হতে চলছে তা বুঝতে পারছেনা বিরোধীরা- মুখ্যমন্ত্রী

রাজ্যে আগামীদিনে কি হতে চলছে তা বুঝতে পারছেনা বিরোধীরা- মুখ্যমন্ত্রী

বিরোধী দল গুলোতে উঁকিঝুকি না মেরে বিজেপি দলে শামিল হতে রাজ্যের সকল যুবকদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার যুব মোর্চার নমো বাইকযাত্রা সমাপন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলোকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে নম যুব বাইক যাত্রার উদ্যোগ গ্রহণ করে বিজেপির যুব মোর্চা ।সাব্রুম থেকে শুরু হয় এই বাইক রালি ।রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলা অতিক্রম করে বৃহস্পতিবার এই বাইক যাত্রা রাজধানীতে এসে সমাপ্ত হয়। এই উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গনে নমঃ যুব যাত্রার সমাপন সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়াও রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এই সমাবেশে উপস্থিত ছিলেন ।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের সফল এবং সারা জাগানো বাইকযাত্রা সংঘটিত করার জন্য যুব মোর্চার রাজ্য সভাপতি কে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বক্তব্যে সম্প্রতি অনুষ্ঠিত দেশের রাজস্থান, ছত্রিশগড় ,মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,বিজেপি মানেই গ্যারান্টি ,প্রধানমন্ত্রী মানেই গ্যারান্টি ,মানুষ এটা ভালো করে বুঝে গেছেন ।বিরোধী দলগুলোর প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ,বিরোধী দলগুলো হেরে গেলেই ইভিএম-এর দোষ দেয়। এই ধরনের মিথ্যাচার করে কোন কাজ হয় না ।মুখ্যমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরে বিজেপি হেরে গেলেও ২৫ শতাংশ ভোট পেয়েছে ।সদ্য সমাপ্ত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনেও বিজেপি ৪৩ শতাংশ ভোট পেয়েছে। আর কংগ্রেস মাত্র বারো শতাংশ ভোট পেয়েই লম্ফ ঝম্প করছে।

বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার সিদ্ধান্তে টিএসআর এবং রাজ্য পুলিশের রেশন মানি বৃদ্ধি করা হয়েছে। ২৫৩ টি শুন্য পদ পুরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সবাইকে সাথে নিয়ে সাম্যতা বজায় রেখে চলতে চায় সরকার ।এই লক্ষ্যেই সরকার কাজ করে চলছে ।রাজ্যের বিরোধীদলগুলির প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বামগ্রেস বর্তমানে এদিক ওদিক উঁকিঝুঁকি মারছে। এতে কোন লাভ হবে না। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে ।তাড়াতাড়ি বিজেপি দলে যোগ দিতে যুবকদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আগামী দিনে কি হতে চলছে তা বাম-গ্রেস বুঝতে পারছে না।

সমাবেশে বক্তব্য রাখেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ।তিনি বলেন ,রাজ্যের যুব সম্প্রদায়কে এক সুতোয় বেঁধে নেশা মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যেই যুব মোর্চা এই নমো বাইক যাত্রা সংঘটিত করেছে। এই কর্মসূচিকে সফল করে তুলতে প্রতিটি মন্ডলের কর্মকর্তারাই বিরাট ভূমিকা পালন করেছেন। কর্মসূচি সফল হওয়ায় যুব মোর্চার কর্মী সমর্থকদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান রাজ্য যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এদিন বাইক যাত্রার সমাপনী অনুষ্ঠানে নিজে স্কুটি চালিয়ে বাইক রেলিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রাজধানীর অনেকটা পথই মুখ্যমন্ত্রী স্কুটি চালিয়ে এই বাইক রেলির মাধ্যমে পরিক্রমা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য