রাজ্যে ক্রমাগত সাংবাদিকদের উপর আক্রমণ সংঘটিত করে যাচ্ছে দুষ্কৃতীরা এইসব বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত থাকলেও আক্রমণ বন্ধ হচ্ছে না। সোমবার ভোররাতে চিএ সাংবাদিক সুজিত আচার্জী লাইভ প্রোগ্রাম শেষ করে বাড়ি ফেরার পথে তাকে ছয় সাতজনের দুষ্কৃত দল প্রাণে মারার চেষ্টা করে লোহার রড দিয়ে বেধরক ভাবে মারধর করা হয় বর্তমানে সুজিত আচার্জী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে টম্রা সেন্টারে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমের বিভিন্ন সংগঠন আমতলী থানায় ডেপুটেশন ধরনয় বসেন আসামীদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের জন্য। আমতলী থানার পুলিশ মামলা হাতে নিয়ে ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে তারা সকলেই আগরতলা শহর সংলগ্ন বাসিন্দ মঙ্গলবার ছয়জনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল পাশাপাশি তিনি আরো বলেন এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদেরকেও গ্রেফতার করবে।