Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্য৭৫ তম সংবিধান দিবসে বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৭৫ তম সংবিধান দিবসে বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবিধানে বর্ণিত প্রতিপাদ্য বিষয়গুলি বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়ে যেতে মঙ্গলবার যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মহারানী তুলসিবতী দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।

মঙ্গলবার ২৬ নভেম্বর ।৭৫ তম সংবিধান দিবস ।৭৫তম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে রাজ্য সরকারের বিদ্যালয়ে শিক্ষা দপ্তর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ।অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা দেশের সংবিধান রক্ষায় শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা বলেন ,দেশবাসীর অধিকার এবং দেশের প্রতি দেশবাসীর দায়িত্ব ও কর্তব্য সবকিছুরই নির্দেশিকা রয়েছে সংবিধানে ।তাই সংবিধানের প্রতি আনুগত্য রেখে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে ।তবেই আমরা এই বিশ্বে মহান জাতির মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা জানান ,এই দিনেই আমরা আমাদের সংবিধান পেয়েছিলাম। তাই এই দিনে দেশের সংবিধানের প্রতি, দেশের প্রতি দেশবাসীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সকলকে অবগত করাই এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের উপর কুইজ প্রতিযোগিতা এবং ডিবেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য