Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যআত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার বললেন শিক্ষামন্ত্রী

আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার বললেন শিক্ষামন্ত্রী

বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো আত্মনির্ভর ত্রিপুরা , মডেল ত্রিপুরা ও ঘরে ঘরে রোজগারের সুযোগ সৃষ্টি করা । এই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে । এবার বিধানসভা অধিবেশনে প্রারম্ভিক ভাষণে রাজ্যপাল সত্যদেও নারাইণ আর্য এই কথাটাই বার বার উল্লেখ করেছেন । ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনার পর তা সভা কর্তৃক গৃহীত হয় । আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনার সূচনা করে একথা বলেন সংসদীয় বিষয়ক ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । রাজ্যপালের ভাষণের পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন , কিভাবে মডেল রাজ্য হয় এবং ইচ্ছে করলে যে তা করা যায় রাজ্য সরকার একটার পর একটা সিদ্ধান্ত কার্যকর করে তা করে দেখাচ্ছে । তিনি বলেন , কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নিষ্ঠা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এনসিইআরটি – র সহযোগিতায় প্রায় ৩০ হাজার প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । ঐ ম্যাগাজিনে এই প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়েছে । তারা বলেছে প্রশিক্ষণ সর্বাত্মক সফল হয়েছে । তারা বলেছে , সারা দেশে যে ৪২ লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের যেন ত্রিপুরার মডেল অনুসরণ করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় । এটা হল মডেল ত্রিপুরার একটি উদাহরণ । শিক্ষামন্ত্রী বলেন , যারা রাজ্য সরকারের ইতিবাচক কাজের সমালোচনা করছেন তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই । স্বামী বিবেকানন্দ বলেছেন , ইতিবাচক হও । তিনি বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসে ভরপুর । ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পাওয়ার পর এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এবং তার টিম মডেল ত্রিপুরা গড়ার , আত্মনির্ভর , স্বাবলম্বী ত্রিপুরা গড়ার কথা বলেছেন । বিধানসভায় শিক্ষা ও সংসদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বলেন , পূর্বতন সরকার ক্ষমতায় থাকার সময়ে রাজ্যের মানুষকে আত্মনির্ভর না করে পরনির্ভর করে রেখেছিল । বর্তমান সরকার সবাইকে নিয়ে সবার উন্নয়ন চাইছে । ভারতের এক নম্বর মডেল স্টেট হওয়ার দিকে এগোচ্ছে । গত ৩৫ বছরের বাম শাসনে মানুষকে কর্মবিমুখ করে রাখা হয়েছিল । শিক্ষামন্ত্রী বলেন , রাজ্য সরকার গুণগত শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে । শুধু শিক্ষাক্ষেত্রেই নয় তিনি জনজাতিদের উন্নয়ন , কৃষি , শিল্প , বিদ্যুতায়ন , পানীয়জলের ব্যবস্থা , সড়ক যোগাযোগ , গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা , স্বাস্থ্য পরিষেবার উন্নতির চিত্র তথ্য সহ তুলে ধরেন । তিনি আলোচনায় এখন পর্যন্ত সরকারি চাকরি দেওয়া এবং বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে মন্ত্রিসভার সিদ্ধান্তের তথ্যও তুলে ধরেন । তিনি বলেন , সারা বিশ্বেই এখন উন্নয়নের রাজনীতি চলছে । সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন , দেশের মানুষ হঠকারি রাজনীতি পছন্দ করে না । নির্বাচনী ফলাফলই তার প্রমাণ । -২ – এর পাতায় রাজ্যপালের ভাষণকে সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায় বলেন , ঐতিহাসিক মতদানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে । সরকার প্রথম থেকে রাজ্যের সামগ্রিক উন্নয়নে তৎপর । রাজ্য সরকার নিয়ম , নীতি ও নিয়ত এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সরকারি সকল ধরনের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে । বর্তমান সরকার রাজ্যের সাধারণ মানুষের সাথে জুড়ে রয়েছে । নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য আইনগত ও কর্মসূচিগত পদক্ষেপ নিয়েছে এই সরকার । মেধা যাদের রয়েছে তারাই চাকরি পাচ্ছে । বিগত সরকার কেবলমাত্র মানুষের সাথে দ্বিচারিতাই করে গেছে , যা আজও বজায় রয়েছে । আলোচনায় অংশ নিয়ে বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বলেন , এই সরকার উন্নয়নে বিশ্বাসী । জাতি , জনজাতি সকলের সমর্থনে সরকার এগিয়ে চলেছে । বিধায়ক সুধাংশু দাস বলেন , রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট সরকার । সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার বদ্ধপরিকর । এছাড়াও বিধানসভায় রাজ্যপালের ভাষণকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস । অপরদিকে , রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে বক্তব্য রাখেন বিধায়ক তপন চক্রবর্তী , বিধায়ক সহিদ চৌধুরী , বিধায়ক বিজিতা নাথ , বিধায়ক যশবীর ত্রিপুরা । আলোচনার পর রাজ্যপালের ভাষণের উপর আনা সংশোধনী প্রস্তাব বাতিল হয়ে যায় ও রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য