২৪ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার এক সুবিশাল বাইক রেলির আয়োজন করলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। এদিনের মিছিলটি রাজধানীর মেলারমাঠস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলের মূল বিষয়বস্তু নিয়ে সংঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এই মিছিলের মূল লক্ষবস্তু , তাছাড়া রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাবে ,বেকারদের যন্ত্রনা দূর করবে , কিন্তু দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে , বেকারত্বের হার বেড়েছে এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পেয়েছে তাই এই মিছিলের মধ্য দিয়ে এই উল্লেখিত বিষয়গুলির প্রতিবাদ জানানো হচ্ছে এবং রাজ্যের সাধারই জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।