Friday, November 22, 2024
বাড়িখবররাজ্য১৫ই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মনিপুরীদের ঐতিহ্যবাহী উৎসব রাসলীলা

১৫ই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মনিপুরীদের ঐতিহ্যবাহী উৎসব রাসলীলা

প্রতি বছরের ন্যায় এ বছর ও মহা সমারোহে অনুষ্ঠিত হতে চলেছে মনিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব রাস। রাজধানীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাধানগরস্থিত রাধামাধব সেবা মন্দিরে। সেই লক্ষে রাধানগরস্থিত রাধামাধব সেবা মন্দিরে চলছে জোর প্রস্তুতি। প্রসঙ্গত মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্ন দে‌খে নৃত্যগীতে যে প্রার্থনার শুরু করেছিলেন, সেটাই রাস উৎসব। ভাগ্যচন্দ্রের পরবর্তী রাজাদের বেশির ভাগই ছিলেন নৃত্যগীতে পারদর্শী এবং তারা নিজেরাও রাসনৃত্যে অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় উদ্‌যাপিত হয়ে আসছে রাস উৎসব। বর্নাঢ‌্য আ‌য়োজন, মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রাধাকৃষ্ণের লীলা ও শ্রীকৃষ্ণ কীর্তন ঘিরে এই দিনটি সক‌লের উৎসব হ‌য়ে ও‌ঠে। কার্তিক মা‌সের পূর্ণিমাতিথিতে মণিপুরিদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলার আয়োজন করা হয়। মণিপুরি শিল্পীরা এদিন মহারাসলীলায় রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা পরিবেশনের মাধ্যমে দর্শকদের বিমোহিত করে রাখেন। আকাশে যখন সূর্যের আলো দেখা দে , তখন এই উৎসবের সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য