গোপন কবরের ভিত্তিতে আগরতলার জিআরপি আরপিএফ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে তিন বাংলাদেশী মহিলাকে আটক করে তাদেরকে মঙ্গলবার আদালতে তুলা হয়।
বাংলাদেশী অনুপ্রবেশ বন্ধু নেই প্রত্যেকদিন সীমান্ত কাঁটাতার পাড় হয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীকে চোখে ধুলু দিয়ে ভারতের অনুপ্রবেশ করছে। বাংলাদেশী অনুপ্রবেশ রুখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে চলছে যাতে করে সুরক্ষার বিষয় নিয়েও চিন্তিত জনগণ।সোমবার গোপন খবরের ভিত্তিতে জিআরপি,আর পি এফ ও বি এস এফ যোথ ভাবে অভিযান চালিয়ে তিন বাংলাদেশী মহিলাকে আটক করে। মঙ্গলবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানানধৃত পশ্চিম বাংলাদেশ মহিলা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করে তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসা মাএই তাদেরকে আটককরা হয় তাদের কাছ থেকে বাংলাদেশী কারেন্সি পাওয়া যায় ধৃত তিনজন বাংলাদেশীরা হলেন হাসানা হেনা, কুলসুম বেগম,স্বপ্না আক্তার তাদের তিনজনের বাড়ি বাংলাদেশে মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হবে তিনি আরো বলেন এক মাসে ৩০০ জন বাংলাদেশী গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি ।