শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। এবার এগিয়ে এল পুর নিগম ও। সোমবার পুর নিগম, জেলা পুলিশ, পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে শহরকে যানমুক্ত করতে রাজধানী আগরতলার ব্যস্ত এলাকার মধ্যে অন্যতম মোটর স্ট্যান্ড-এ অভিযান চালানো হয়। এই যৌথ অভিযানে রাস্তার ফুটপাতে বেআইনিভাবে বসে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বেআইনিভাবে বসে ব্যবসা বন্ধ না করলে মঙ্গলবার তাদের দোকানপাট তুলে নেওয়া হবে বলে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।এদিকে ট্রাফিক কর্মীরা অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায়। জরিমানা করা হয় চালকদের। গাড়িগুলোর জন্য পার্কিং জোনের জায়গা নির্ণয় করে দেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক এসপি মানিকলাল দাস।তাছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা যানজট মুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।