Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যআম্বেদকরের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিশাতেই কাজ করছে রাজ্য সরকার - মুখ্যমন্ত্রী

আম্বেদকরের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিশাতেই কাজ করছে রাজ্য সরকার – মুখ্যমন্ত্রী

ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের স্বপ্নপূরণের লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই দিশাতেই কাজ করে চলছে রাজ্য সরকার ।শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিআর আম্বেদকর এবং বিদ্যাসাগর স্মৃতি মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা ,মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

শুক্রবার রাজধানীর রবীন্দ্রভবনে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর আয়োজিত বি আর আম্বেদকর এবং বিদ্যাসাগর স্মৃতি মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা ।অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ।এই অনুষ্ঠানে প্রবীণ এবং ছাত্রছাত্রীদের হাতে বি আর আম্বেদকর এবং বিদ্যাসাগর স্মৃতি মেধা সম্মাননা তুলে দেওয়া হয় ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন ,ডক্টর বি আর আম্বেদকর স্বপ্ন দেখতেন সবার মধ্যে সমতা থাকতে হবে । এই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।আর প্রধানমন্ত্রীর এই দিশা কে সামনে রেখেই রাজ্য সরকার কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি জানান ,সুবিধাভোগীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলি প্রান্তিক মানুষের কাছে পৌছে দিতে হবে।তা না হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না ।থমকে যাবে সমাজ পরিবর্তন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ।তিনি বলেন,সব অংশের ছাত্র-ছাত্রীদের সাথে ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীরাও এগিয়ে চলুক এমনটাই চায় রাজ্য সরকার। আর এই লক্ষ্যেই সরকার কাজ করে চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা ।রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য