Friday, August 8, 2025
বাড়িখবররাজ্য৪০ তম আগরতলা বইমেলা স্টল বণ্টনের উদ্দেশ্যে লটারি অনুষ্ঠিত

৪০ তম আগরতলা বইমেলা স্টল বণ্টনের উদ্দেশ্যে লটারি অনুষ্ঠিত

বারোদিনব্যাপী ৪০ তম আগরতলা বইমেলা আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে চলছে । মেলা শেষ হবে ৫ এপ্রিল । এই উপলক্ষে পুস্তক বিক্রেতা , প্রকাশকদের মধ্যে স্টল বন্টনের উদ্দেশ্যে আজ কম্পিউটারাইজড লটারি অনুষ্ঠিত হয় । তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা কার্যালয়ে আয়োজিত এই লটারিতে মোট ১২১ টি স্টলের লটারি করা হয়েছে । এর মধ্যে রয়েছে বৃহৎ আকারের ২৯ টি , বড় আকারের ৩০ টি , মাঝারি ৩৭ টি ও ২৫ টি ছোট আকারের স্টল । এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন , আগামী ২৫ মার্চ বিকাল ৪ টায় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করা হবে । মেলার স্টল বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য গত ৩ বছর ধরে আধুনিক পদ্ধতিতে লটারির ব্যবস্থা করা হচ্ছে । তিনি বলেন , এই বারের মেলায় রেকর্ড সংখ্যক বইয়ের স্টল থাকবে । তিনি আশা প্রকাশ করেন সকলের সামগ্রিক সহযোগিতায় এই মেলা ঐতিহাসিক রূপ নেবে । লটারি উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিশার্স এন্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার , অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিসার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী , ত্রিপুরা পাবলিসার্স গিল্ডের সম্পাদক শুভব্রত দেব সহ বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধিগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য