Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্য৪ দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট টিআইএসএফ'র ডেপোটেশন প্রদান

৪ দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট টিআইএসএফ’র ডেপোটেশন প্রদান

৪ দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথ টিআইএস এফ ।জনজাতি এলাকার স্কুল এবং কলেজগুলোতে বিভিন্ন পরিকাঠামোগত অব্যবস্থা দূরীকরণের দাবিতেই এই ডেপুটেশন। এদিন টিআইএসএফ এর সভাপতি সাজদা দেববর্মা এই সংবাদ জানান।

রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিকাঠামো গত দুর্বলতায় ধুকছে ।কোন কোন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বসার ব্যাঞ্চ পর্যন্ত নেই ।আবার কোন কোন বিদ্যালয়ে নেই বিদ্যুৎ সংযোগ ।এর পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যা। এই সমস্ত পরিকাঠামোগত সমস্যা দূরীকরণের দাবিতে শনিবার রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথা টিআইএসএফ ।চার দফা দাবি ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয় ।ডেপুটেশন প্রদান প্রসঙ্গে টিআইএসএফ সভাপতি সাজদা দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,গ্রাম পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই সমস্ত পরিকাঠামোগত দুর্বলতা গুলির কথা তুলে ধরেন ।তিনি জানান ,জনজাতি এলাকার অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই গরীব পরিবারের ।তারা আর্থিক অসচ্ছলতার দরুন সময়মত বইপত্র কিনতে পারেনা ।তাই ডেপুটেশনে প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরী চালুর দাবি জানানো হয়েছে। তিনি আরো জানান ,বিদ্যালয় গুলিতে লাইব্রেরী চালু হলে ছাত্র-ছাত্রীরা পাঠ্যপুস্তকজনিত সমস্যা থেকে মুক্তি পাবে।

এদিন টিআইএসএফ সভাপতি আরো জানান, ডেপুটেশন প্রদিনকালে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু তাদের উত্থাপিত দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন ।যে সমস্ত বিদ্যালয় গুলিতে পরিকাঠামোগত অব্যবস্থা রয়েছে তার একটি তালিকা রাজ্যপালের কাছে প্রদান করতে বলেছেন বলে জানান টিআইএসএফ সভাপতি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য