Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যকালীপুজোর রাতে বড়মুড়া পাহাড়ে দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

কালীপুজোর রাতে বড়মুড়া পাহাড়ে দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

যান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাজগঞ্জ বাজারের এক সবজি ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম নান্টু পাল। ঘটনা দীপাবলির রাতে জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে । ঘটনায় সত্যজিৎ লোধ নামে আরো এক ব্যবসায়ী গুরুতর আহত হন ।এই ঘটনায় মহারাজ গঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাজ গঞ্জ বাজারের এক সবজি ব্যবসায়ীর। নিহত সবজি ব্যবসায়ীর নাম নান্টু পাল ।গতকাল দীপাবলীর গভীর রাতে আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে এই যান দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন সত্যজিৎ লোধ নামে তার এক নিকট আত্মীয়। জানা গেছে, গতকাল নান্টু পাল তার নিজ বাসভবনে মায়ের আরাধনা করেন ।কালী মায়ের আরাধনা শেষে নিজগাড়ি করে তেলিয়ামুড়ায় এক নিকট আত্মীয়ের বাড়ি যান তিনি ।সেখানেএকটি কালীপুজোয় অংশগ্রহণ করে রাতে নিকট আত্মীয় সত্যজিৎ লোধকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলায় নিজ বাড়িতে ফিরছিলেন । ফেরার পথে বারমুড়া পাহাড়ের কালী মন্দিরের পাশে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। ভোররাতে তেলিয়ামুড়ার সবজি ব্যবসায়ীরা সবজি নিয়ে আগরতলা আসার পথে নান্টু পাল এবং সত্যজিৎ লোধের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন ।খবর পেয়ে দমকল কর্মীরা তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন ।জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সবজি ব্যবসায়ী নান্টু পালকে মৃত বলে ঘোষণা করেন ।এদিন মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী কমিটির এক সদস্য জানান ,প্রয়াত নান্টু পাল মহারাজ গঞ্জ বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী কমিটির সদস্য ছিলেন। সবজি বাজারের দুর্গা পূজা কমিটির সাত বারের সভাপতিও ছিলেন তিনি।

শুক্রবার সকালে এই সংবাদ পেয়ে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জিবি হাসপাতালে ছুটে যান। অনেকেই কান্নায় ভেঙে পড়েন ।এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত সত্যজিৎ লোধের অবস্থা আশঙ্কাজনক। জি বি হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য