বিশেষভাবে সক্ষম মানুষের সার্বিক কল্যাণে সমাজের সবাইকে পাশে দাঁড়াতে হবে । প্রশাসনের একার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয় । এজন্য সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে । আগরতলার আইএমএ হাউজের কনফারেন্স হলে প্রতিবন্ধী পুনর্বাসন সমিতি আয়োজিত পিপিএস এওয়ার্ড- ২০২১ প্রদান অনুষ্ঠানে একথা বলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র । এদিন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি শুভাশিস তলাপাত্র অনুষ্ঠানের আয়োজক প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির কর্মকর্তাদের সেবামূলক কাজের প্রশংসা করেন । তিনি আরও বলেন , মানবিকবোধ নিয়েই বিশেষভাবে সক্ষম মানুষের কল্যাণে কাজ করতে হবে । এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেটা বিশেষভাবে সক্ষম মানুষের অন্যতম ভরসাস্থল হতে পারে । বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে মানুষকে অনুপ্রাণিত করতে হবে । এতে সবার যেমন হাত মেলাতে হবে তেমনি স্বেচ্ছাশ্রমেও আরো এগিয়ে আসতে হবে । হাইকোর্টের বিচারপতি বলেন , বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সার্বিক কল্যাণে শিক্ষা দপ্তরেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । এজন্য শিক্ষা দপ্তরের কার্যালয়ে একটি ডাটাবেস হেল্প ডেস্ক গড়ে তোলার জন্য বিশেষ পরামর্শ দেন তিনি । অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মধ্যশিক্ষা ও বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দপ্তরের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন । তিনি জানান , দৃষ্টিহীন ছেলেমেয়েদের বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশুনার জন্য রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক । এজন্য চলতি বছর থেকে ৩১ টি স্কুলে সেই সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সার্বিক বিকাশে সমাজের প্রত্যেককে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান । এদিন অনুষ্ঠানে ছোট থেকে বিশেষভাবে সক্ষম জিরানিয়ার নোয়াবাদীর বাসিন্দা ১৩ বছরের রোহেল দেববর্মা অথচ পা দিয়ে লিখতে পারে , বিশেষভাবে সক্ষম ক্যারাটে চ্যাম্পিয়ন পঙ্কজ রায় এবং ফার্নান্দো রিহ্যাবিলিটেশন সেন্টারের ডিরেক্টরের হাতে পিপিএস অ্যাওয়ার্ড ২০২১ সম্মান প্রদান করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র সহ অন্যান্য অতিথিগণ । সেই সাথে বিশেষভাবে সক্ষম এক সন্তানের মা শুক্লা দের লেখা বই ‘ সীমারেখা ‘ প্রকাশ করা হয় । সেই সাথে আয়োজক সংস্থার মুখপত্র ‘ দিশা ‘ প্রকাশ করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী পুনর্বাস সমিতির সভাপতি অঞ্জন ঘোষ , সম্পাদক সুবীর দত্ত , সদস্য সুব্রত গাঙ্গুলি সহ অন্যান্য অতিথিগণ ।