বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বিগত বাং সরকারকে কটাক্ষ করে বলেন সিপিএম সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চাইত না। কারণ , তাঁদের মতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে বেকারদের কর্ম সংস্থান করা যাবে না বলে দাবি করতেন। এইভাবে সরকারি কর্মচারীদের আর্থিকভাবে বঞ্চনার শিকার করতেন।কিন্তু বিজেপি জোট সরকার সঠিক সময়ে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে।আলোর উৎসবের প্রাক মুহূর্তে দীপাবলি উপহার হিসেবে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা দিল রাজ্য সরকার। সেই মোতাবেক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এই প্রদেশ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।