বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ও কোজাগরী লক্ষী পূজার পর এবার রাজ্যবাসী মেতে উঠছে আলোর উৎসব দীপাবলিতে। আজ আলোর উৎসব দীপাবলি , এই দীপাবলিতে মূলত শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হন ভক্তজনেরা। তাই বিশ্ব শান্তি প্রার্থনা ও রাজবাসীর মঙ্গল কামনায় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ মন্দিরে পূজো দিলেন।পুজোর পর তিনি সংবাদ মাধ্যমকে জানান সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অনেকেই ভেবেছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে।পাশাপাশি সরকারি কর্মচারী ও পেনশনার্সদের আর্থিক ভাবে বঞ্চনা করতে চায় না বিজেপি জোট সরকার। তাই বন্যায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েও ৫ শতাংশ মহার্ঘ ভাতার দেওয়া হয়েছে। আগামীদিনে আরও মহার্ঘ ভাতার দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।