Thursday, January 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যের শিক্ষা দপ্তরের বদন্যতায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে তুঘলকি রাজ।ষষ্ঠ...

রাজ্যের শিক্ষা দপ্তরের বদন্যতায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে তুঘলকি রাজ।ষষ্ঠ শ্রেণীর ইংরেজী ষান্মাসিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষার প্রশ্ন!!

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে অক্টোবর.. বর্তমানে ত্রিপুরাতে মডেল রাজ্যের সুশাসনের জমানায় সবকা সাথ সবকা বিকাশের রাজত্বে দস্তুরমতো তুঘলকি রাজ কায়েম হয়েছে।স্বয়ং মুখ্যমন্ত্রীর অধীনে থাকা দপ্তরের হযবরল গোছের বেহাল দশা ঘুচছে না কিছুতেই।ষান্মাসিক পরীক্ষার প্রশ্নপত্রে ছাপা হয়ে যাচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন যা এক বিপদজনক বিষয় ।অর্থাৎ সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসে যাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীদের পরীক্ষায়।এই ধরনের অনেক ঘটনাই গত বছর কয়েক ধরে মডেল রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে।আবারো ঘটলো একই ঘটনা।শুক্রবার ছিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজী বিষয়ের ষান্মাসিক পরীক্ষা এই দিন ছাত্র-ছাত্রীরা হাতে প্রশ্নপত্র পেয়েই বিস্মিত হয়ে যায় ক্ষুদে ছাত্র ছাত্রীরা।দেখা যায় যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন রয়েছে পরীক্ষার প্রশ্ন পত্রে। দেখা গেছে বিউটি কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে।অথচ বিউটি কবিতাটি ষান্মাসিক পরীক্ষার সিলেবাসের মধ্যেই নেই।এই কবিতাটি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসসূচীর অন্তর্ভু্ক্ত রয়েছে ।পরীক্ষার্থীর ছাত্র ছাত্রীরা সাথে সাথেই বিষয়টি সম্পর্কে পরীক্ষার হলে ডিউটিরত শিক্ষক শিক্ষিকাদের অবহিত করে।কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিজেদের পাণ্ডিত্যের বিষয়ে এতই অহংকার গ্রস্ত হয়ে রয়েছেন যে কারণে ছাত্র-ছাত্রীদের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে কোনরকম গুরুত্বই দেননি বলে অভিযোগ রয়েছে ।তারা বিষয়টি সম্পূর্ণভাবে দায়িত্ব জ্ঞানহীনতার সাথে এড়িয়ে যান বিষয়টি।তাতে ব্যাপক সমস্যায় পড়ে ক্ষুদে ছাত্র ছাত্রীরা। তাতে করে ছাত্র-ছাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে কিভাবে পরীক্ষাটা দেবে সেটাই স্বাভাবিক ।সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগের বিষয়ে দপ্তর বা সেন্ট্রাল এক্সামিনেশন ইউনিট কী ধরনের তদন্ত করে কী ধরনের ব্যাবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। সঠিক তদন্ত না করে তাহলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। অন্যদিকে এই বিষয়ে ছাত্রছাত্রীদের গ্রেইস মার্ক দেওয়া খুবই জরুরী কারণ ভুলটি শিক্ষা দপ্তরের কারণেই হয়েছে । এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ নির্দোষ তাই ছাত্র-ছাত্রীদের প্রতি সহানুভূতিশীল দেখিয়ে তাদের পরীক্ষার খাতা গুলি দেখা উচিত বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল ।তবে এই বিষয়টি নিয়ে খোয়াই মহকুমা জুড়ে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য