রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছি ২রা সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত রাজ্যে খুন ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সেই বিষয়ে উদাসিন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, পদত্যাগ না করলে ২১ অক্টোবর থেকে রাজ্য প্রদেশ কংগ্রেসের যুব সংগঠন মহিলা সংগঠন বিভিন্ন শাখা সংগঠনগুলো রাস্তায় নেমে আন্দোলন সামিল হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সম্মেলনের আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহনাজ ইসলাম ।সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে রাজ্যের আইনশৃঙ্খলা ভালো বলে দাবি করেছে কিন্তু পরিসংখ্যান দিক থেকে তা পুরোপুরি উল্টো ২রা সেপ্টেম্বর থেকে রাজ্যে ধর্ষণ খুন নারী নির্যাতন, মারপিটের ঘটনা ক্রমশ বেড়েই চলছে শারদীয় দুর্গোৎসবের সময়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে শারীরিক ও দুর্গা উৎসব যেতে ভালোভাবে যায় তার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পুজোর দিনগুলোতে আতঙ্কের পরিবেশ লক্ষ্য করা যায় বলে তিনি দাবি করেন প্রতিমা নিরঞ্জন নিয়ে বিশালগড়, তেলিয়ামুড়া, উদয়পুর, রাজধানী আগরতলা তো মারপিটের ঘটনা ঘটেছে আর এই সমস্ত ঘটনার সাথে শাসক দলের কর্মীরা জড়িত। তিনি আরো বলেন কদমতলা ও পানিসাগর ঘটনায় হিন্দু মুসলিম দের মধ্যে যে বিভাজন দেখা দিয়েছে তাতে রাজ্যে দাঙ্গার পরিস্থিতি লক্ষ্য করা যায় এই সমস্ত ঘটনার পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা বিজেপি দলের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি দিতে দেখা যায়নি রাজ্যে এই ধরনের পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পুরোপুরি বেড়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই পদত্যাগ করার হিজাবি রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করলে আগামী ২১ অক্টোবর থেকে রাজ্যে আন্দোলনের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি মনুতে পুলিশের মারে নিহত যুবকের সংবাদ মাধ্যমের সঙ্গে তুলে ধরুেন।