কোজাগরী লক্ষ্মীপূজো এবং আসন্ন দিপাবলী কে সামনে রেখে শব্দবাজি বিরোধী অভিযানে নামল প্রশাসন। এদিন রাজধানীর মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চলে ।এর নেতৃত্বে ছিলেন সদর এডিশনাল এসডিএম বিপুল দাস।
রাত পোহালেই কোজাগরি লক্ষ্মীপুজো এবং এর কিছুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি ।রাজ্যে কোজাগরী লক্ষ্মী পুজো এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে প্রচুর শব্দবাজি ফাটানো হয়ে থাকে ।এতে শব্দ দূষণের পাশাপাশি পরিবেশ দূষণ ঘটে ।যদিও রাজ্যে পাঁচ মিটার দূরত্বের মধ্যে ৯০ ডেসিবেল শব্দ সৃষ্টিকারী বাজি ফাটানো বা বিক্রি করা নিষিদ্ধ ।কিন্তু এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের বিভিন্ন বাজারের দেদার শব্দবাজির কেনাবেচা চলে ।পাশাপাশি শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনিক অভিযানও চলে। মঙ্গলবার এমনই একটি শব্দবাজিবিরোধী অভিযান চালানো হলো রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর শব্দবাজি উদ্ধার করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সদর এডিশনাল এসডিএম বিপুল দাস ।তিনি জানান যে সমস্ত দোকান থেকে শব্দবাজি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, লক্ষ্মীপূজা এবং দীপাবলিকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে প্রশাসনের উদ্যোগে এই ধরনের শব্দবাজি বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে।