Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যলক্ষ্মী পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাজারে হাজির ব্যবসায়ীরা

লক্ষ্মী পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাজারে হাজির ব্যবসায়ীরা

লক্ষীপূজা হল হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব, যা লক্ষ্মী দেবীর পূজা উপলক্ষে পালিত হয়। লক্ষ্মী দেবী হিন্দু ধর্মে ধন, সমৃদ্ধি, সৌভাগ্য এবং শুদ্ধতার দেবী হিসেবে পূজিত হন। এই পূজা সাধারণত কোজাগরী পূর্ণিমার রাতে বা দীপাবলির সময় পালিত হয়, যা ভক্তদের ঘরে ধন-সম্পদের আগমন ও মঙ্গল কামনা করে। সেই লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাজারে পসরা সাজিয়ে বসে পরলো ব্যবসায়ীরা।

চার দিনের আনন্দের পর গোটা রাজ্যবাসীকে কাঁদিয়ে বিদায় নিল মা দশভুজা এবার আগমনের পালা ধনের দেবী মা লক্ষ্মীর। আর এই লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাজির ব্যবসায়ীরা, মূলত লক্ষীপূজার দিনে ঘর-বাড়ি পরিষ্কার করা হয়, মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয়, এবং লক্ষ্মী দেবীর মূর্তি বা ছবি সামনে রেখে ভক্তি সহকারে পূজা করা হয়। নারকেল, মিষ্টান্ন, ফুল এবং ফল ইত্যাদি নিবেদন করে দেবীর আশীর্বাদ কামনা করা হয়। অনেক পরিবারে এই দিনে আর্থিক সমৃদ্ধি এবং শান্তি কামনা করে নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এদিন লক্ষ্মী পূজার সরঞ্জামের চাহিদা এবং মূল্য নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে ব্যবসায়ীরা জানান এখনো পর্যন্ত কোন কিছু বোঝা যাচ্ছে না কারণ সবাই দাম বেশি বলে এড়িয়ে যাচ্ছে কিন্তু হাতে আরো দুদিন থাকায় গতবারের তুলনায় এবার সেরকম বেশি না হলেও বাজারের চাহিদায় সামঞ্জস্য থাকতে পারে বলে জানিয়েছেন।

লক্ষীপূজা হিন্দু সমাজে বিশেষত ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ তারা দেবীর কাছে ব্যবসার সমৃদ্ধি ও উন্নতি কামনা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য