কাঞ্চনপুর মহকুমা জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালত চত্বরে ই – সেবা কেন্দ্রের সূচনা হয়েছে । ই – সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাশিষ তলাপাত্র বলেন , দেশের সংবিধান প্রদত্ত ন্যায় বিচার খুব সহজেই সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ই – সেবা কেন্দ্র চালু করা হচ্ছে । এই কেন্দ্রগুলি এলাকার জনগণের আইনী পরিষেবা পেতে সহায়ক ভূমিকা নেবে । তিনি বলেন , সাধারন মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ই – সেবা কেন্দ্রগুলির উৎকর্ষতা বৃদ্ধি হবে । অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ই – সেবা কেন্দ্রের বিভিন্ন আইনী পরিষেবার সুবিধাগুলির বিষয়ে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন উত্তর জেলার জেলা এবং দায়রা জজ এস শর্মা রায় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা জুডিশিয়াল মেজিস্ট্রেট রাজা গুপ্তা , উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে , কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য প্রমুখ ।