Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স অন ইম্যুনাইজেশন প্রোগ্রামের আলোচনা সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স অন ইম্যুনাইজেশন প্রোগ্রামের আলোচনা সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের সভাপতিত্বে আজ জেলাপ্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স অন ইম্যুনাইজেশন প্রোগ্রামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঈষিতা গুহ জানান , গত ১৬ মার্চ থেকে সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায়ও ১২-১৪ বছর বয়সী বালক বালিকাদের কোভিড -১৯ এর ‘ কোরবিভ্যাক্স ’ ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে । জেলার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে । ‘ কোরবিভ্যাক্স’র প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে । এছাড়া আজ ২৬ মার্চ পর্যন্ত জেলার সব বিদ্যালয়গুলিতেও ১২-১৪ বছর বয়সীদের কোভিডের টিকা দেওয়া হবে । তিনি সভায় আরও জানান , এতদিন শুধু অসুস্থ ৬০ উর্ধ্বদের কোভিডের বুষ্টার ডোজ দেওয়া হতো । এখন ৬০ উর্ধ্ব সুস্থ – অসুস্থ সবাইকেই কোভিডের বুষ্টার ডোজ দেওয়া হবে । সভায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব , সুস্থ শৈশোর অভিযান -২ নিয়েও আলোচনা হয় । এবিষয়ে ড . ঈষিতা গুহ জানান , রাজ্যে দ্বিতীয় পর্যায়ে এই অভিযান আগামী ২১ মার্চ থেকে শুরু হবে । অভিযান চলবে ২৮ মার্চ পর্যন্ত । এই অভিযানের অঙ্গ হিসাবে সমস্ত স্কুল , অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা শিক্ষামূলক সমস্ত প্রতিষ্ঠানে ০-১৯ বছর বয়সী শিশু , কিশোর ও কিশোরীদের বয়স অনুযায়ী ডোজ এবং গাইডলাইন অনুযায়ী কৃমিনাশক অ্যালবেন্ডাজোল , ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে । আই এফ এ সম্পূরক জিংক ট্যাবলেট এবং ও আর এস প্যাকেট সরবরাহ করা হবে । ০-৬ বছর বয়সী শিশুদের উচ্চতা ও ওজন পরিমাপ করা হবে । এছাড়া কিশোর , কিশোরীদের সুস্থ থাকতে সহায়ক পুষ্টিগুণ উন্নতকরণ , শারীরিক ও মেধার ক্ষমতা বাড়াতে পুষ্টির ভূমিকা এবং রক্তাপ্লতা নিয়ন্ত্রণ বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হবে । সভায় জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এই কর্মসূচি সফলভাবে শেষ করার জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান । সভায় পশ্চিম জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকগণ , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিকগণ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য