তেলিয়ামুড়া প্রতিনিধি :-
মুখ্যমন্ত্রীর প্রাণিসম্পদ যোজনা প্রকল্পের অন্তর্গত তেলিয়ামুড়া প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বেনিফিশিয়ারিদের মধ্যে হাঁসের ছানা বিতরণ করা হয় বৃহস্পতিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর মৌসুমি দাস, ভেটেনারি অফিসার অভিষেক পাল সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল এলাকার মোট ৫০ জন বেনিফিশিয়ারির হাতে হাঁসের ছানা তুলে দেওয়া হয়।।