Friday, December 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে খোয়াই বিজেপি দলের উদ্যোগে খোয়াই শহর জুড়ে...

মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে খোয়াই বিজেপি দলের উদ্যোগে খোয়াই শহর জুড়ে পালিত হল স্বচ্ছ ভারত অভিযান ।

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ৩রা অক্টোবর…. মঙ্গলবার মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হয় সর্বত্র। এই দিন খোয়াই বিধানসভার অন্তর্গত সুভাষ পার্কে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ ও কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মন্ডল সভাপতি সুব্রত মজুমদার জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথশর্মা, অনিমেষ নাগ, প্রণব বিশ্বাস,শঙ্কু পাল সহ অন্যান্য নেতৃত্বরা ।একই দিনে এই কর্মসূচির অন্তর্গত আশারাম বাড়ি বিধানসভার বাচাই বাড়িতে কালী মন্দিরেও স্বচ্ছতা অভিযানের অংশগ্রহণ করেন জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, অনিমেষ নাগ, পরিমল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। অনুরূপভাবে উত্তর সিঙ্গীছড়া পঞ্চায়েত প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন উল্লেখিত নেতৃবৃন্দরা অনুরূপভাবে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে খোয়াই সিপিএম দলের সদর কার্যালয়ে গান্ধীজীর প্রতিকৃতিতে ফুলের মালা ও পুষ্পার্ঘ প্রদান করেন সিপিএম দলের সমস্ত নেতৃবৃন্দরা । অন্যদিকে মঙ্গলবার দিনটি ছিল মহালয়ার পূর্ণ লগ্ন তাই মহালয়া উপলক্ষে সকাল-সকাল খোয়াই রাজপথ ও জাতীয় সড়কে বৃদ্ধ বনিতাদের ঢল দেখা যায় দেবীপক্ষের এই সূচনা লগ্নে। জেলা শহর খোয়াইতে পুজোর আবেগের পূর্বাভাস লক্ষ্য করা যায়। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই দিন আগমনীর অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন অন্যদিকে কালচারাল সেল খোয়াই শাখার মূল অনুষ্ঠান হয় কোহিনূর প্রাঙ্গন এই দিন সন্ধ্যায় । এই দিকে প্রতিটি ক্লাব ব্যস্ত পুজোর প্যান্ডেল নিয়ে, বলা যায় খোয়াইতে এবার পুজোর জমজমাট হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য