Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যচুরি যাওয়া স্বর্ণালংকার সহ ৪ চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ:

চুরি যাওয়া স্বর্ণালংকার সহ ৪ চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ:

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চার চোরকে গ্রেফতার করল ncc থানার পুলিশ ।উদ্ধার করা স্বর্ণালংকার গুলি গত ১২ সেপ্টেম্বর খেজুর বাগান এলাকার আয়েশা খাতুনের ঘর থেকে চুরি হয়। সোমবার নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব এই সংবাদ জানিয়েছেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে এনসিসি থানার অধীন খেজুর বাগান এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের বাড়িতে চুরি হয় ।চোরের দল ঘরে প্রবেশ করে তিনটি সোনার নেকলেস এবং একটি আংটি চুরি করে নিয়ে যায় ।আয়েশা খাতুন ঘটনাটি এনসিসি থানায় জানান ।অভিযোগ পেয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে ।তদন্তে নেমে পুলিশ মোহাম্মদ সোহরাব এবং রাহুল গোয়ালা নামের দুই চোরকে আটক করে ।তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে আয়েশা খাতুন এর বাড়ি থেকে স্বর্ণালংকার তারাই চুরি করেছে এবং চুরি করা সামগ্রী গুলি সুব্রত চক্রবর্তী ও তিমির চক্রবর্তীর কাছে বিক্রি করেছে ।পরে পুলিশ সুব্রত চক্রবর্তী এবং তিমির চক্রবর্তীকে গ্রেফতার করে ।সোমবার এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব এই সংবাদ জানান ।তিনি জানান উদ্ধারকৃত স্বর্ণালংকার গুলির বর্তমান বাজার দর আনুমানিক আড়াই লক্ষ টাকা।

এনসিসি থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেব আরো জানান ,এই চুরি কান্ডের সাথে আরো একাধিক চোর যুক্ত থাকতে পারে ।তাই ধৃতদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে ।এই কারণে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য