অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রাজ্যে। সীমান্ত ডিঙ্গিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। ফের আগরতলা রেলস্টেশনে আটক এক মহিলা সহ ৫ জন। শনিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে জি আর পি ও আর পি এফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শনিবার আগরতলা রেল স্টেশন থেকে ৪ রোহিঙ্গা সহ এক জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা নেওয়া হয়েছে । রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে জিআরপি থানার পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকের নাম শুক্কুর আলি। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা। অপরদিকে ধৃত রোহিঙ্গারা হল আমির খান, ইয়াসমিন আক্তার, মোহম্মদ তারেক ও মাহামুদ উল্লা। তারা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। ধৃতরা ভারতের চেন্নাই, হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল। পুলিস পুরো ঘটনার তদন্ত করছে।