Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্য১ লক্ষ্য গোশালা তৈরি করবেন অযাশংকরাচার্য অবিমুত্তেশ্বর স্বামী

১ লক্ষ্য গোশালা তৈরি করবেন অযাশংকরাচার্য অবিমুত্তেশ্বর স্বামী

গোমাতা রক্ষায় দেশে ১ লক্ষ্য গোশালা তৈরি করবেন অযাশংকরাচার্য অবিমুত্তেশ্বর স্বামী। গোমাতা রক্ষায় আইন প্রণয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানান তিনি। শনিবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি।

গোমাতা সনাতন হিন্দু ধর্মে পূজনীয় বিষয় ।একাধিক সনাতনী ধর্মগ্রন্থে গোমাতার পরিচয় রয়েছে ।কিন্তু এই গোমতাই একাংশের স্বার্থান্বেষীদের কারণে আজ বিপন্ন ।এই অবস্থায় গোমাতা রক্ষায় কেন্দ্রীয় সরকারের নিকট আইন প্রণয়নের দাবি জানালেন আযাশংকরাচারিয়া স্বামী অবিমুত্তেশ্বর আনন্দজী। পাশাপাশি বেসরকারি ভাবে সারাদেশে এক লক্ষ গোমাতা সেবালয় তৈরির উদ্যোগ ও গ্রহণ করেছেন তিনি। এই লক্ষ্যকে সামনে রেখে ভারত পরিক্রমায় বেরিয়েছেন স্বামীজি ।ভারত পরিক্রমার অঙ্গ হিসেবে স্বামীজি ত্রিপুরা রাজ্য সফরে এসেছেন। শনিবার আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গো মাতাকে রক্ষা করার স্বার্থে কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হোক ।পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ শুরু হোক ।কারণ হিন্দুর ধর্মে গো মাতার একটি বিশেষ স্থান রয়েছে ।তিনি জানান গোটা দেশে এক লক্ষ গোমাতা সেবালয় তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি ।এই লক্ষ্যেই তার রাজ্য সফর ।রাজ্যেও একাধিক গোমাতা সেবালয় তৈরি করা হবে বলে জানান স্বামী আজা শংকরাচারিয়া মহারাজ।

এদিন সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধেও তোপ দাকেন মহারাজ ।তিনি জানান স্বাধীনতার পর 76 বছরে দেশে কত না রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে ।আবার চলেও গেছে ।কিন্তু কোন দলই সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করেনি ।এর ফলেই দেশে গোমাতা বিপন্ন ।এই অবস্থা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না ।এর বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন সহ সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান সামিজি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য