Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্য৩৫ বছর পর দুর্জয় নগরে আইতরমার জায়গা দখলমুক্ত হলো

৩৫ বছর পর দুর্জয় নগরে আইতরমার জায়গা দখলমুক্ত হলো

দীর্ঘ ৩৫ বছর পর দুর্জয় নগরে আইতরমার ৯৪ শতক জায়গা দখল মুক্ত হলো। এদিন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান টুটন দাসের প্রচেষ্টায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই জায়গা দখলমুক্ত হয় ।দখল মুক্ত স্থানে উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান টুটন দাস।

দুর্জয়নগর এলাকায় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেডের দুই প্লট মিলিয়ে ৯৪ শতক জায়গা ছিল ।১৯৮৯ সাল থেকে এই জায়গাটি মুষ্টিময় কিছু এলাকাবাসী দখল করে রাখে। এই জায়গায় দোকানপাট এবং বসতবাড়ি গড়ে তোলে ।সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিগত সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনসিউমারস ফেডারেশন লিমিটেডের নতুন বোর্ড গঠিত হয় ।বোর্ডের চেয়ারম্যান হয়েছেন টুটন দাস ।তিনি সংশ্লিষ্ট বিষয়টি জানতে পেরে জায়গাটি দখলমুক্ত করার প্রচেষ্টা শুরু করেন। এই ক্ষেত্রে জেলাশাসককে সাহায্য চেয়ে চিঠি দেন তিনি। জেলাশাসক চিঠির পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করে ।শুক্রবার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেডের নতুন বোর্ডের সদস্যরা জেলাশাসকের তৈরি করা টিম নিয়ে ঘটনাস্থলে যান এবং আইতরমার সংশ্লিষ্ট জায়গাটি দখলমুক্ত করেন ।এদিন এক প্রতিক্রিয়া য় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেড চেয়ারম্যান জানান, দুটি প্লটে মোট ৯৪ শতক জায়গা রয়েছে ।এর মধ্যে একটি প্লটে ৫৪ শতক জায়গা রয়েছে ।অপর প্লটে রয়েছে চল্লিশ শতক জায়গা ।এই জায়গার কথা কেউ জানতো না ।নতুন বোর্ড গঠন হওয়ার পর বিষয়টি জেনে তিনি এবং তার বোর্ড উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরো জানান, দখল মুক্ত জায়গায় পিলারিং এর কাজ হয়ে গেছে। অতিসত্বর বাউন্ডারি নির্মাণ করা হবে ।সংশ্লিষ্ট স্থানে উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান তিনি।

এদিন চেয়ারম্যান টুটন দাস আরো জানান ,বিগত সরকার চায়নি জনস্বার্থে কাজ হোক ।ত্রিপুরার উন্নয়ন হোক ।তারা শুধু পার্টির পরিশর বৃদ্ধির চেষ্টা করেছিল। তাই এই জায়গা দখলমুক্ত হয়নি। তিনি আরো জানান ,২০১৮ সালে রাজ্যে পট পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য