মায়ের গমন ও শারদ সম্মান আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আজ মুক্তধারা অডিটোরিয়ামে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম জেলার পুলিশ সুপার ডা. কিরণ কুমার কে, বিভিন্ন ক্লাব, পূজা কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, গত সভার সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন ঐতিহ্য বজায় রেখে আগামী ১৪ অক্টোবর মায়ের গমন অনুষ্ঠান মহারাণী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সম্মুখভাগ থেকে শুরু হবে। সিটি সেন্টারের সামনে স্থান সংকুলান হয় না বলে এবছর স্থান বদল করা হয়েছে। আগরতলা পুরনিগম দশমীঘাটে আগামী ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিমা বিসর্জনের ব্যবস্থা রাখবে।
পর্যালোচনা সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, আগামী ১৪ অক্টোবর মহারাণী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সম্মুখ থেকে বিকেল ৫টা থেকে মায়ের গমন অনুষ্ঠান শুরু হবে। আগামী ৭ অক্টোবরের মধ্যে বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলিকে মায়ের গমন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। পর্যালোচনা সভায় মায়ের গমন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পুলিশ সুপার ডা. কিরণ কুমার কে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।