Tuesday, December 3, 2024
বাড়িখবররাজ্যবন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল...

বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন

দাবি আদায়ে পশ্চিম জেলা শাসকের কাছে স্মারকলিপি ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের। শুক্রবার সংগঠনের তরফে আগরতলা শহরে মিছিল করে ডেপুটেশনে মিলিত হয়।বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনঃনির্মাণ, কৃষকের জমি, পুকুর এবং জলাশয় ক্ষতি হওয়ার ফলে ক্ষতিপূরনের দাবীতে পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার কর্মী সমর্থকরা এদিন প্রথমে মেলারমাঠ থেকে মিছিল বের করে। শহরের বিভিন্ন পথ ঘুরে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে যান। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য রাজ্য সম্পাদক শ্যামল দে, সংগঠনের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন রাজ্যের মোট জনসংখ্যার অর্ধেক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোন পরিকল্পনা ছিল না বলে অভিযোগ। বন্যার কারনে মানুষের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের দ্রুত সহায়তা দেওয়ার দাবি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য