১৯৮০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তখনকার সবচেয়ে কনিষ্ঠ তম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত।বুধবার তার ৪৫ তম শহিদান দিবস পালন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে।এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্তিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নাবারুণ দে।তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ১৯৮০ সালে রাজ্যের বামফ্রন্ট সরকার কে হটানোর জন্য তৎসময়ে বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন উপজাতিদের মধ্যেবাঙালি বিরোধী বিদ্বেষ বাঙ্গালীদের মধ্যে উপজাতি বিরোধীবিদ্বেষ সৃষ্টি করেছেন একটা ভয়াবাহ পরিস্থিতি গোটা রাজ্য তৈরি করেছেন জাতি উপজাতির মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়। তাতে করে মানুষে মানুষের মধ্যে হানাহানি তৈরী হয় সে সময়ে ডি ওয়াইফের রাজ্য কমিটির সদস্য তথা যুব বিধায়ক গৌতম প্রসাদ দত্ত রাজ্যে শান্তির পরিস্তিতি কে সামাল দেওয়ার জন্য সারা রাজ্যের অনাচে কানাচে মানুষে মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি জাতে অক্ষুন্ন থাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন এমন সময় একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং আসার পথে বিশালগড়ের প্রায় বাজার সন্নিকটে তাকে খুন করা হয়েছে রাজনৈতিক মদতে তাকে খুন করা হয়েছিল যাতে করে মানুষের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা যায় বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য এই পরিকল্পনা বলে জানান তিনি।