বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারি। পাশাপাশি জাতীয় স্তরের গড় অনুপাতে ত্রিপুরায় হিংসার ঘটনা বেশি ঘটছে। দুইদিনের রাজ্য সফর শেষে সাংবাদিক সম্মেলনে একথা বললেন এআইসিসি-র সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ক্রিস্টোফার তিলক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, কংগ্রেস নেতা পীযুষ কান্তি বিশ্বাস। দুইদিনের সফরে প্রথমবার ত্রিপুরায় আসেন এআইসিসি-র সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ক্রিস্টোফার তিলক। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিলক। তিনি বলেন, ভারতের ৬৫ শতাংশ লোকের বয়স ৪০ বছরের নিচে। শেষ ১০ বছর দেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার আগে বছরে দুই কোটি চাকুরি প্রদানের কথা বলেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেন নি। ত্রিপুরায় বেকারির পাশাপাশি আরেকটি সমস্যা হচ্ছে হিংসা। জাতীয় স্তরের গড়ের অনুপাতে ত্রিপুরা রাজ্যে হিংসার ঘটনা বেশি। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরে অভিযোগ করেন, কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে ২৩ সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস।