Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যফের আন্দোলনে কলেজের প্রথম সেমিস্টারে ফেল করা পড়ুয়ারা

ফের আন্দোলনে কলেজের প্রথম সেমিস্টারে ফেল করা পড়ুয়ারা

এবার রাজপথে অবরোধ করে আন্দোলন। বিভিন্ন কলেজের প্রথম সেমিস্টারে অকৃতকার্য ছাত্র- ছাত্রীরা ফের আন্দোলনে নামলেন। বৃহস্পতিবার বিভিন্ন কলেজের পড়ুয়ারা রাজধানীর অবলা চৌমুহনীতে পথ অবরোধ করেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হয় কিছুদিন আগে। অভিযোগ অর্ধেকের বেশি পড়ুয়া ফেল করেছে বলে । এর প্রতিবাদ জানিয়ে অকৃতকার্যদের পাস করানোর দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন, ডেপুটেশন সংগঠিত করছে বিভিন্ন কলেজের পড়ুয়ারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন রাজধানীর অবলা চৌমুহনীতে পথ অবরোধ করেন তারা। পড়ুয়াদের পথ অবরোধের ফলে শহরের ব্যস্ততম সড়কে যানবাহন আটকে যায়। সৃষ্টি হয় যানজটের। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস।তবে প্রথম থেকেই অকৃতকার্য পড়ুয়াদের আন্দোলন নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। প্রশ্ন উঠছে এতো অকৃতকার্য পড়ুয়াদের পাস করিয়ে দেওয়া কি যুক্তিসঙ্গত হবে?

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য