Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যএমজিএনআরইজিএ-এর অধীনে খিরোদনগর এডিসি গ্রামে 12,532টি কার্যদিবস তৈরি হয়েছে৷

এমজিএনআরইজিএ-এর অধীনে খিরোদনগর এডিসি গ্রামে 12,532টি কার্যদিবস তৈরি হয়েছে৷

এমজিএনআরইজিএ-এর অধীনে বর্তমান আর্থিক বছরে, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য পদ্মবিল ব্লকের খিরোদনগর এডিসি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে৷ প্রকল্পের অধীনে, 22টি জমি সমতলকরণের কাজ করা হয়েছে, 10টি জল সেচের ড্রেন খনন করা হয়েছে এবং গ্রামের এলাকার বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে মোট ১২ হাজার ৫৩২টি কার্যদিবস তৈরি হয়েছে। 583টি পরিবার কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। মোট ব্যয় হয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ৭৮৪ টাকা। খিরোদনগর এডিসি গ্রাম কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য