Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যরাজধানীর বনমালীপুর থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী

রাজধানীর বনমালীপুর থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী

শনিবার বিকেলে পূর্ব থানার পুলিশের একটি দল পুরাতন জেলখানার পেছন দিকের এলাকায় অভিযানে বের হয়। পুলিশের এই দলের বিজয় দেববর্মা পুরাতন জেলখানার পেছনে একটি বিরল প্রজাতির প্রাণী দেখতে পান। পুলিশ প্রাণীটিকে উদ্ধার করে পূর্ব থানায় নিয়ে আসে। শনিবার রাতেই বনদপ্তরের আধিকারিককে বিষয়টি জানানো হয়। রবিবার সকালে বনদপ্তরের কর্মীরা পূর্ব থানায় আসেন ।তারা উদ্ধারকৃত বিরল প্রজাতির প্রাণীটিকে লেপার্ড ক্যাট বলে চিহ্নিত করেন ।পরে পূর্ব থানার পুলিশের পক্ষ থেকে বনদপ্তরের কর্মীদের হাতে প্রাণীটিকে তুলে দেওয়া হয়। এদিন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান।উল্লেখ্য দীর্ঘদিন ধরেই পুরাতন জেলখানার একাংশ ঘন জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে। বনকর্মীদের অভিমত, এই জঙ্গল থেকেই না খেতে পেয়ে লেপার্ড ক্যাটের শাবকটি বেরিয়ে এসেছে ।তাদের ধারণা, সংশ্লিষ্ট জঙ্গলে একাধিক বড় লেপার্ড ক্যাট থাকার সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য