Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদচিটফান্ড গুলির প্রতারনা পর এবার সাধারণ জনগণকে ঠকানোর জন্য বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স...

চিটফান্ড গুলির প্রতারনা পর এবার সাধারণ জনগণকে ঠকানোর জন্য বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স গুলি ব্যবসা চালাচ্ছে চড়া সুদে। তাদের পাল্লায় পড়ে সাধারণ মানুষ আত্মহত্যার পথে বেছে নিচ্ছে ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১শে শে আগস্ট….. একটা সময় দেখা গেছে সারা রাজ্যে সগ তথা খোয়াই এর বিভিন্ন অলিতে গলিতে একটা সময় চিট ফান্ড কোম্পানিগুলি ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছিল। চিটফান্ড কোম্পানির নিয়োজিত এজেন্টরা সাধারণ জনগণকে অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে চিটফান্ড কোম্পানিতে সহজ লভ্য রাস্তায় টাকা জমানোর ফাঁদ তৈরি করতো। যথারীতি প্রথম প্রথম চিটফান্ড কোম্পানিগুলি অতিরিক্ত লভ্যাংশ দিয়ে সাধারণ জনগণের জমাকৃত টাকা ফেরত দিত। পরবর্তীতে একটা সময় রাজ্যের তথা খোয়াই এর সব কয়টা চিট ফান্ড সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। রাজ্য তথা খোয়াইয়ের সাধারণ জনগণের ও ব্যাপক ক্ষতি হয়েছে তার হিসাব রাখা সাধারণ জনগণের পক্ষে সম্ভব নয়। যথারীতি ইদানি দেখা যাচ্ছে মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলি রাজ্য তথা খোয়াইতে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে আনাচে কানাচে। তারা অবশ্য আগে লোন হিসাবে সাধারণ জনগণকে টাকা প্রদান করে। পরবর্তীতে চড়া সুদে সাপ্তাহিক অথবা মাসিক হারে লোনের টাকা আদায় করে। অবশ্য মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি যথাযোগ্য অনুমোদন নিয়ে বসেছেন। এই বিষয়ে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো কে কিছু বলার মত নেই। কিন্তু আসল খেলাটা খেলেন মাইক্রোফিনান্স কোম্পানিগুলি লোন আদায়ের ক্ষেত্রে। সাধারণ জনগণের অর্থনৈতিক বুনিয়াদ সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করে মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলি সহজে লোন প্রদান কর তাও তাও শহরকেন্দ্রিক নয় তাদের সমস্ত ব্যবসাটাই গ্রামাঞ্চলে সাধারন নিরীহ মানুষদের কে নিয়ে । তারপর মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির আসল খেলা শুরু হয়। এমনও লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকাতে সাধারণ জনগণ চার-পাঁচটা মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে লোন নিয়ে বসে আছেন। সাধারণ জনগণ একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির লোনের টাকা পরিশোধ করতে আরেকটা মাইক্রো ফাইনান্স কোম্পানির থেকে লোন গ্রহণ করেন। এইভাবে করতে করতে চার-পাঁচটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির লোন নিয়ে নেয়, এতে করে একটা সময় ওই ব্যক্তির দ্বারা সব কয়টা মাইক্রো ফাইনান্স কোম্পানির টাকা যথাসময়ে পরিশোধ করা সম্ভব হয় না। তারপর পরবর্তীতে লক্ষ্য করা যায় মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে ঋণ গ্রহীতারা বিভিন্ন তালবাহানা করতে থাকে টাকা পরিশোধের ক্ষেত্রে। এইরকমই একটি ঘটনা ঘটে গেল খোয়াই উত্তর রামচন্দ্র ঘাট লালটিলা কলোনিতে অলক রঞ্জন আচার্জি নামে এক ব্যক্তির সাথে। ভিক্টর এবং বিথীকা নামক মাইক্রো ফাইনান্স কোম্পানির এজেন্টের মাসিক কিস্তির টাকা আদায়ের নামে অস্বাভাবিক ও অমানসিক চাপের কারণে অপমানিত হয়ে ফাঁসিতে আত্মহত্যা করেতে বাধ্য হয় । কারণ মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলি আইনগতভাবে বৈধ হলো কিন্তু মাইক্রো ফাইনান্স কোম্পানি গুলির নিয়োজিত এজেন্টদের অস্বাভাবিক চাপ ও মানসিক যন্ত্রণা প্রদান করে। এই বিষয়টি প্রশাসন তথা মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলির অনুমোদন প্রদানকারী দপ্তর কতটুকু অবগত আছে সেই বিষয়ে ওয়াকিবহুল মহলের কাছে প্রশ্ন রয়েছে। বুদ্ধিজীবী মহলের বক্তব্য অর্থনৈতিক বুনিয়াদ পরীক্ষা-নিরীক্ষা কতটুকু সঠিক করেন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি সেই বিষয়ে অনেকটাই সন্দেহ রয়েছেন। বুদ্ধিজীবী মহলের বক্তব্য লালটিলার বাসিন্দা অলক রঞ্জন আচার্জী বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে লোন নিয়ে রেখেছেন যার কারনে অলক রঞ্জন আচার্যের মতো হতদরিদ্র পরিবারের পক্ষে চার-পাঁচটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির লোনের টাকা পরিশোধ করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে । যার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটে। ভিক্টর ও বিথীকার মত মাইক্রো ফাইনান্স কোম্পানিরগুলির বৈধতা এবং কিস্তির টাকা আদায়ের পদ্ধতি প্রশাসন এবং অনুমোদনকারী সরকারি সংস্থা সঠিকভাবে পর্যবেক্ষণ না করলে শুধুমাত্র অলক রঞ্জন আচার্জী নয় এইরকম ভুরিভুরি ঘটনা খোয়াই সহ সারা রাজ্যে ঘটে চলেছে। তার পাশাপাশি এই সমস্ত মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলির জন্য রাজ্যের তথা খোয়াইএর সরকারি ব্যাংকগুলি মার খাচ্ছে। করুণা কালীন সময়েও মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলি জনগণের কাছে মাসিক কিস্তির টাকা আদায়ের জন্য অনেকটাই চাপ সৃষ্টি করেছেন তৎকালীন সময়েও এইরকম ঘটনার অনেক নজির রয়েছে। এখন দেখার বিষয় এই সমস্ত বিভিন্ন এলাকায় নামি বেনামী ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলির কিস্তির টাকা আদায়ের পদ্ধতি নিয়ে প্রশাসন এবং ব্যবসা করার অনুমোদনকারী সরকারি দপ্তর আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে মহাকুমা বাসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য