ছিনতাইবাজদের কারণে রাজধানী আগরতলায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছিল, বিশেষ করে মহিলাদের। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শরীর থেকে স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছিলেন মহিলারা। মূলত সকালবেলা প্রাত:ভ্রমণে বের হওয়া মহিলাদের অলংকার ছিনতাইয়ের অভিযোগ বেশি জমা পড়ছিল রাজধানীর বিভিন্ন থানাতে। এভাবে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনায় পুলিশও রীতিমতো চাপের মধ্যে পড়ে গিয়েছিল। অবশেষে রাজধানী আগরতলা শহরের সিরিয়াল ছিনতাইয়ের ঘটনার কিনারা করতে সক্ষম হল পুলিশ, এমনটাই দাবি করছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। মঙ্গলবার রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। তিনি বলেন পুলিশী তদন্তে উঠে আসে মাত্র দুই ছিনতাইবাজ রাজধানী জুড়ে সিরিয়াল ছিনতাই এর ঘটনা সংগঠিত করছিল। মূলত সকাল বেলা যে সকল মহিলারা একা প্রাত:ভ্রমনে বের হতেন এই দুই ছিনতাইবাজ এই সকল মহিলাদের টার্গেট করে বাইক নিয়ে আসতো এবং বিশেষ করে গলার হার ছিনতাই করে দ্রুত বেগে বাইক নিয়ে চলে যেত। সোমবার রাতে এই ছিনতাইবাজদের আটক করে পুলিশ। তাদের নাম যথাক্রমে সমীর মিয়া, তার বাড়ি ভাটি অভয়নগর এলাকায় এবং বাপন নন্দী, তার বাড়ি মধ্য ভূবনবন এলাকায়। শহরে লাগানো সিসিটিভি ক্যামেরা দেখে তাদের সনাক্ত করা হয় এবং আটক করে বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি কালে সমীর মিয়ার ঘর থেকে ১৩ টি স্বর্ণের চেইন সহ আরো কিছু ছিনতাই করা সামগ্রী উদ্ধার হয়। সেই সঙ্গে ছিনতাই এর কাজে ব্যবহৃত বাইকটিকে আটক করা হয়েছে। আটককৃত সামগ্রী গুলির মূল্যপ্রায় ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রাথমিক ভাবে তাদের গ্রুপে দুজন সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে। তবে তাদের এই চক্রে আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এদিন এনসিসি থানায় ছিনতাই হওয়া চেইনের মালিকদের মধ্যে কয়েকজনকে এনে তাদের হাতে আবার চেইন ফিরিয়ে দেওয়া হয়। নবনীতা আচার্জি নামে এক মহিলা নিজের হারানো গলার চেইন ফিরে পেয়ে অত্যন্ত খুশি ব্যক্ত করেন। তিনি আরো বলেন ছিনতাই হওয়ার সামগ্রী ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের চেষ্টায় তিনি তা আবার ফিরে পেয়েছেন তাই পুলিশকে ধন্যবাদ জানান। একই ভাবে চিনু দত্ত নামে মধ্যবয়সী এক মহিলাও ছিনতাই হওয়ার চেইন ফিরে পেয়ে পুলিশের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেন।