তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
অতি বৃষ্টির ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের কাজ শেষ হবার এক বছর যেতে না যেতেই ফেটে চৌচির। বর্তমানে ৪৭ মাইল এলাকার জাতীয় সড়ক মাঝ পথে এমন ভাবে ভেঙ্গে গেছে যে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবেই এই মূল রাস্তা এভাবে বিপর্যস্ত হয়ে যাবার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের আর্থসামাজিক ব্যাবস্থার উপর প্রভাব পড়তে চলেছে। এই ঘটনার সংবাদ সামনে আসার পর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের দৌড়ঝাপ শুরু হয় এবং রীতিমতো প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপাতত এই রাস্তা বন্ধ থাকবে।
স্বাভাবিকভাবেই এভাবে নির্মাণ কাজের দৌলতে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা কাম্য না। অন্যদিকে,, এখন পর্যন্ত রাস্তার কাজে হাত দেওয়া হয়নি। তবে আদৌতে কবে নাগাদ এই NH8 আসাম আগরতলা জাতীয় সড়কটি সংস্কার করে আবার যান চলাচল স্বাভাবিক করা হয় এটাই দেখার বিষয়।