Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যMIDH-এর অধীনে পশ্চিম ত্রিপুরায় ফল চাষ

MIDH-এর অধীনে পশ্চিম ত্রিপুরায় ফল চাষ

পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন কৃষি উপ-বিভাগীয় এলাকায় উদ্যানপালন প্রকল্পের সমন্বিত উন্নয়ন মিশনের অধীনে বিভিন্ন ধরনের ফল চাষের আওতায় আনা হয়েছে। 2 হেক্টর জমি ড্রাগনফ্রুট চাষের আওতায়, 5 হেক্টর জমি বেল ফল চাষের আওতায়, 8 হেক্টর জমি স্ট্রবেরি চাষের আওতায় এবং 12 হেক্টর জমি আনারস চাষের আওতায় আনা হয়েছে। মোট ব্যয় হয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। একই প্রকল্পের অধীনে মান্ডউই এবং হেজামারা কৃষি উপ-বিভাগে জল সেচ সুবিধার জন্য মোট 3 হেক্টর জমিতে পুকুর খনন করা হয়েছিল 2 লাখ 70 হাজার টাকা ব্যয়ে। এছাড়া ১ লাখ টাকা ব্যয়ে ২ হেক্টর জমিতে জৈব চাষের জন্য ভার্মি-কম্পোস্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এমআইডিএইচ প্রকল্পের আওতায় ভর্তুকিতে জেলার কৃষকদের ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪টি পাওয়ার টিলার দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগ এই তথ্য জানিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য