Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যCMSPY-এর অধীনে ধলাই জেলার 3,513টি পরিবারকে সহায়তা

CMSPY-এর অধীনে ধলাই জেলার 3,513টি পরিবারকে সহায়তা

মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পের অধীনে বর্তমান আর্থিক বছরে, ধলাই জেলার অধীনে 8টি ব্লকের 4 হাজার 500 পরিবারকে হাঁস প্রজনন, হাঁস পালন, শূকর ও ছাগল পালনের জন্য সহায়তা দেওয়া হচ্ছে। পরিবারগুলিকে স্বাবলম্বী হতে সাহায্য করার জন্য প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগ। এর মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৫১৩টি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। এআরডিডির উপ-পরিচালক, ধলাই জেলা অফিস ড. রাহুল ধর পুরকায়স্থ জানিয়েছেন। তিনি জানান যে প্রকল্পের আওতায় ৭৭৯টি পরিবারের প্রত্যেককে একটি করে শূকর এবং ৪০৬টি পরিবারের প্রত্যেককে একটি ছাগলের বাচ্চা দেওয়া হয়েছে। প্রতিটি উপকারভোগী পরিবারের জন্য ব্যয় হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া এ পর্যন্ত ২ হাজার ৩৭৩ পরিবারকে হাঁস পালন ও মুরগি পালনে সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি উপকারভোগী পরিবারের জন্য খরচ হয়েছে ১ হাজার ৩০০ টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য