আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সংশ্লিষ্ট ঘটনায় নীরব ভূমিকা পালনের জন্য ইন্ডিয়া জোট নেতৃবৃন্দের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ।রবিবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ,পশ্চিমবাংলার এই ন্যাক্কারজনক ঘটনায় বাংলার প্রতিটি পিতা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত ।প্রতিটি ভাই তাদের বোনদের নিয়ে চিন্তিত, প্রতিটি পুরুষ তাদের স্ত্রীদের নিয়ে চিন্তিত ।তিনি বলেন ,শুধু আরজিকরই নয়, পশ্চিমবাংলায় অহরহ এই ধরনের ঘটনা ঘটছে ।এই প্রসঙ্গে কর্ণফুলী ,সাঁতরাগাছি, হাঁসখালি -প্রভৃতি ঘটনাগুলোকে তুলে ধরে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, পশ্চিমবাংলায় প্রতিটি ঘটনায় মহিলাদের সম্মান ভুলুন্ঠিত করা হয়েছে ।আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে অনবরত নাটক করে চলছেন। তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবাংলায় তৃণমূলী গুন্ডাদের হাতে সরকার হাইজ্যাক হয়ে গেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন ক্রাইম কুইন হিসেবে আখ্যায়িত করে প্রতিমা ভৌমিক বলেন, আরজি করের ঘটনার পর এম এস সঞ্জীব ঘোষ কে চার ঘণ্টার মধ্যে বদলি করা, প্রতিবাদী ৪২ জন ডাক্তারকে দূরান্তে বদলি করা সহ একটার পর একটা নাটক তিনি করে চলছেন ।এই মহিলার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত নন বলে অভিযোগ করে তিনি দাবি করেন, অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা প্রয়োজন।
পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে নীরব ভূমিকা পালন করায় ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দদের বিরুদ্ধে তোপ দাগেন প্রতিমা ভৌমিক ।তিনি বলেন, রাহুল গান্ধী ,মহুয়া মিত্ররা সংবিধান নিয়ে কথা বলেন ,অথচ এই নারকীয় ঘটনায় তারা চুপ। প্রিয়াংকা গান্ধী ,অখিলেশ যাদব ,জয়া বচ্চনের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।তিনি বলেন, ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ কেবল ভোটের রাজনীতি করেন।
সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানান, পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন বিজেপির সুনামুড়া মন্ডলের কার্যকর্তা আশিস পালকে দুষ্কৃতীরা আক্রমণ করে ।ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা চৌচির করে দেওয়া হয়। গতরাতে আশিস পালের মৃত্যু হয় ।এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি ।তিনি জানান ,প্রয়াত আশীষ পালের দুষ্কৃতীদের শেষ দেখে ছাড়বেন তিনি। সাংবাদিক সম্মেলনে সোনামুড়ার প্রয়াত বিজেপি কর্মী আশিষ পালের হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের সর্বোচ্চ সাজার দাবি জানান প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।