Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতুলাশিখর ব্লকের অন্তর্গত পূর্ব তক সাইয়া এডিসি ভিলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে...

তুলাশিখর ব্লকের অন্তর্গত পূর্ব তক সাইয়া এডিসি ভিলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাম ওয়েলের চারা রোপন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই আগস্ট……. খোয়াই তুলাশিখর কৃষি দপ্তর এবং পতঞ্জলি অ্যাসোসিয়েশন ফুড লিমিটেডের যৌথ উদ্যোগে তুলাশিকর ব্লকের অন্তর্গত পূর্ব তক সাইয়া এডিসি ভিলেজে শনিবার বিকেল ৪টায় ওই এলাকার ৪০ হেক্টর জমিতে পাম ওয়েল এর বৃক্ষরোপণ অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয়। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খোয়াই জোনের টিটি এডিসির চেয়ারম্যান বিশু দেববর্মা হর্টিকালচার এর অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া খোয়াই জেলার হর্টিকালচারের অধিকর্তা সবেন্দ্র দেববর্মা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর প্রশান্ত দেববর্মা , পতঞ্জলি ফুড লিমিটেড এর কর্ণধার অয়ন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থাৎ বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন বেশ কিছুদিন আগে কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর প্রশান্ত দেববর্মা উনার কাছে প্রথম একটি প্রপোজাল নিয়ে আসেন যে রাজ্যের মধ্যে পাম ওয়েল চাষের জন্য । এই কথা শুনে মন্ত্রী সাথে সাথে এই পাম ওয়েল চাষের জন্য অনুমতি দিয়ে দেন তৎক্ষণাতই বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। কারণ তিনি বলেন রাবার চাষ থেকে বেশি দামি পামওয়েল চাষ করা সেখান থেকে ভালো একটি উপার্জন করা যায় যদিও তিনি বলেন রাবার চাষ একটি অর্থকরী ফসল যা চাষ করে গ্রামের মানুষরা লাভবান ও স্বনির্ভর হয়েছেন তবে পাম ওয়েল চাষ করে রাবার থেকেও ২০ গুণ বেশি আয় করা সম্ভব বলে তিনি মনে করেন এবং পাম ওয়েল চাষ করা খুবই সহজ পদ্ধতি সমতল ভূমি বা পতিত জমি এমনকি বিভিন্ন পাহাড়ি টিলাভূমিতে লাগিয়ে মাত্র চার থেকে আট বছর একটু যত্ন করতে পারলেই আশার আলো দেখতে পাবে চাষিরা তাতে দেখা গেছে এক হেক্টর জমিতে অর্থাৎ ৬ কানির উপর জমিতে চাষ করলে প্রতিবছর পাম ওয়ের চাষ করে চাষী ভাইয়েরা প্রতিবছর তিন লক্ষ টাকার বেশি উপার্জন করতে সক্ষম হবে এই ধরনের পাম ওয়েল চাষ ইন্দোনেশিয়া , মালয়েশিয়া সহ অন্যান্য দেশগুলি পাম ওয়েল চাষের প্রতি নজর দিচ্ছে তাতে করে তারাও লাভের মুখ দেখছে অন্যদিকে এই পামওয়েল শুধু খাদ্যে ব্যবহার হয় না এই পামওয়েল দিয়ে অনেক ধরনের জিনিস বানানো হয় বিশেষ করে সাবানের পামওয়েল থাকে যে সাবান দিয়ে স্নান করে গায়ে তৈলাক্ত ভাব একটা হয় সেটা পাম ওয়েলের কারণ হয়ে থাকে যেটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো শরীরের চামড়া কে ভালো রাখতে সাহায্য করে এ ছাড়া অন্যান্য দ্রব্য সামগ্রী তৈরি হয় এই পামওয়েল দিয়ে। তাই তিনি আশাবাদী আগামী দিন পাম ওয়েল চাষ করে অনেকেই ভালো উপার্জন করতে পারবেন বলে মনে করেন তবে এই পাম ওয়েল চাষের প্রথম ধাপে ৪০ হেক্টর জমিতে চাষাবাদের জন্য সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে ৩২ সেক্টর জমিতে এখন পর্যন্ত পাম ওয়েল এর বৃক্ষরোপন হয়ে গেছে বাকি জমিতে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই পাম ওয়েল বৃক্ষরোপন টি সম্পন্ন করা হবে । এই দিন অনুষ্ঠান শেষ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পামওয়েল গাছের চারা রোপন করেন এবং পূর্ব তখসাইয়া এডিসি ভিলেজার লোকেরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয় এখন দেখার বিষয় আগামী ৮/১০ বছর পর এই পাম ওয়েল জাতীয় অর্থকরী ফসলের যে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি হয়ে গেল প্রায় ৪০ সেক্টর জমিতে তা কতটুক ফলপ্রসূ হয় সেটাই দেখার বিষয় আগামী দিন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য