Sunday, October 20, 2024
বাড়িখবররাজ্যবনবাজার এডিসি ভিলেজে প্রশাসনিক শিবির ও স্বাস্থ্য শিবির

বনবাজার এডিসি ভিলেজে প্রশাসনিক শিবির ও স্বাস্থ্য শিবির

তুলাশিখর ব্লকের বনবাজার এডিসি ভিলেজের উদনা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সম্প্রতি খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে একদিনের এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস , তুলাশিখর ব্লকের ব্লক আধিকারিক মানস মুড়াসিং , অতিরিক্ত ব্লক আধিকারিক বিশ্ব দেববর্মা সহ পানীয় জল ও স্বাস্থ্য বিধান , পূর্ত , বিদুৎ , প্রাণীসম্পদ ও বিকাশ , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা , কৃষি ও কৃষক কল্যাণ , শিক্ষা , স্বাস্থ্য , তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রমুখ । এই শিবিরে এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বনবাজার এডিসি ভিলেজের চেয়ারম্যান সঞ্জিৎ ভূমিজ । শিবিরে এলাকার রাস্তা সংস্কার , পানীয় জলের সমস্যা নিরসন সহ কৃষি , স্বাস্থ্য এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প সম্পর্কে উপস্থিত আধিকারিকেরা বিস্তারিত আলোচনা করেন । মতবিনিময় সভায় খোয়াই মহকুমা শাসক অসিত কুমার দাস এলাকার উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিদের মধ্যে আরও সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন । শিবিরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ১২ টি এসটি , ১৫ টি পিআরটিসি , ৮ টি এসসি , ১১ টি ওবিসি এবং ১৩ টি বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয় । এছাড়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৩৯ জন রোগীর পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ পত্র বিনামূল্যে বিতরণ করা হয় এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ১৪ টি পরিবারের ২০৭ টি গবাদী পশুপাখির প্রয়োজনীয় টিকাকরণ করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য