খোয়াই প্রতিনিধি ১৩ই আগস্ট….ত্রিপুরা রাজ্য হুইপার সেল এর কনভেনার শ্রী বিজয় কুমার দেবনাথ এর স্ত্রী কমলা দেবনাথ মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হোয়াই জেলা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা যায় তিনি বেশ কয়েক বছর ধরে কিডনি জনিত সমস্যা এবং শরীরের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। গত এক বছর ধরে খোয়াই সহ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিভিন্ন সময় চিকিৎসা করানো হয়েছিল। যত দিন যাচ্ছিল উনার শারীরিক উপসর্গগুলি মাথা ছাড়া দিয়ে উঠছিল।শেষে মঙ্গলবার সকালে উনার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে সঙ্গে সঙ্গে উনাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। পরবর্তীতে কমলা দেবনাথ খোয়াই জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি উনার স্বামী , এক ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্মীয় পরিজন রেখে যান। উনার মৃত্যুর খবর শুনে খোয়াই বিজিপি মন্ডলের নেতৃত্ব তাপস দাস, সুব্রত মজুমদার অনিমেষ নাগ, প্রণব বিশ্বাস, অনুকুল দাস, স্থানীয় বুথ সভাপতি কমল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব রা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। উনার মৃত্যুতে খোয়াই জাম্বুরা এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।