Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসিপাহীজলা জেলাভিত্তিক পশুমেলা অনুষ্ঠিত প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে

সিপাহীজলা জেলাভিত্তিক পশুমেলা অনুষ্ঠিত প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে

সোনামুড়া মহকুমা এলাকার চন্দনমুড়া কৃষ্ণকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সিপাহীজলা জেলাভিত্তিক পশুমেলা অনুষ্ঠিত হয় । মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন , কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে ভিত্তি করে বর্তমান রাজ্য সরকার এ রাজ্যের সার্বিক কল্যাণের জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে । অগ্রাধিকার দেওয়া হচ্ছে পশুপালনের মাধ্যমে গরীব অংশের মানুষের আর্থিক অবস্থা উন্নত করে তোলার কাজে । রাজ্যের সার্বিক বিকাশের মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার কাজে তিনি সব অংশের জনগণের সহযোগিতা কামনা করেন । প্রধান অতিথির ভাষণে বিধায়ক সুভাষ দাস বলেন , রাজ্যের দুগ্ধ উন্নয়ন প্রকল্পকে সমৃদ্ধ করে তোলার কাজে রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে । তাই মুখ্যমন্ত্রী গোধন প্রকল্পের মাধ্যমে উন্নত মানের দুগ্ধবতী গাভী প্রতিপালনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এ রাজ্যের প্রাণীপালকদের মধ্যে । অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনা করেন রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র দাস এবং অনুষ্ঠানের সভাপতি তথা নলছ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ । স্বাগত ভাষণ দেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ড . নীপা দেবনাথ । জেলাভিত্তিক এই একদিবসীয় পশুমেলায় সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬৭ জন প্রাণীপালক তাদের প্রতিপালিত দুগ্ধবতী গাভী , ছাগল , হাঁস , মোরগ , গরুর বাছুর , খরগোস এবং ভেড়া সহ আরও বিভিন্ন পাখি প্রদর্শনে অংশগ্রহণ করেন । অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য