খোয়াই প্রতিনিধি ৪ঠা আগস্ট….পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসকদল যেমন প্রচারের ঝড় তুলছে তেমনি ভাবে তাদের সাথে পাল্লা দিয়ে রবিবার দিনভর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচার গাড়ির মাধ্যমে ঝড়ো প্রচার করল সিপিএম খোয়াই ব্লক এলাকার বিস্তীর্ন জনপদ এলাকাগুলিতে।এই দিন ব্লক এলাকার বারোটি পঞ্চায়েতের বিভিন্ন বাজার , পাড়া ও মহল্লা মিলিয়ে মোট পনেরোটি সভা করা হয়।এই দিন বেলা এগারোটায় সি পি আই এম এর খোয়াই মহকুমা কার্য্যালয়ের সামনে কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয় বামফ্রন্টের প্রচার গাড়ির প্রচারের কর্মসূচী সাথে ছিল ভোটের জারী গান ও গণ সঙ্গীত।ভ্রাম্যমান প্রচারে আলোড়ন তুলে ব্লক এলাকার বারোটি পঞ্চায়েতের বিস্তীর্ন জনপদ এলাকা গুলিতে।একে একে পহরমুড়া, ধলাবিল, গৌরনগর, সমতল পদ্মবিল, চা বাগান, উত্তর রামচন্দ্রঘাট, পূর্ব রামচন্দ্রঘাট, লক্ষীনারায়নপুর, শান্তিনগর, পূর্ব চেবরী, পশ্চিম চেবরী ও উত্তর চেবরী ইত্যাদি বারোটি পঞ্চায়েতের স্থানে স্থানে সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে হয় মোট পনেরোটি সভা।নেতৃবৃন্দরা এই সব সভায় বক্তব্য রাখতে গিয়ে গণতন্ত্র পুণরুদ্বারের সংগ্রামে নতুন গতি সঞ্চার করতে ও গ্রামীণ মানুষের জন্য দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করতে সর্বত্র বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।সভাগুলোর বক্তা ছিলেন সি পি আই এম এর জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা , রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্যা গৌরী পাল, মহকুমা কমিটির সদস্য নন্দলাল গোপ, কানন দত্ত ও মনোজ দাস সহ অন্যান্য।